থাইরয়েড হলে কি বাচ্চা হয় না? জানা আছে কি!

থাইরয়েড হলে কি বাচ্চা হয় না, থাইরয়েড আক্রান্ত  মহিলা রোগীদের প্রায়ই এই একটা প্রশ্ন থাকে। আর এটা নিয়ে সাধারণত রোগী খুব চিন্তিত থাকে। তাই আজকে আমাদের  এই বিষয় বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আমরা থাইরয়েড হলে কি বাচ্চা হয় কি না এ বিষয়ে জেনে নিন।

থাইরয়েড হলে কি বাচ্চা হয় না?


থাইরয়েড হলে কি বাচ্চা হয় না। কিন্তু এ বিষয়ে আপনি পুরোপুরি ধরে নিতে পারবেন না যে আপনি থাইরয়েডে আক্রান্ত হলেই আপনি কখনো মা হতে পারবেন না। তবে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় যার ফলে আপনি বাচ্চা ধারণ করতে পারেন। আগে আপনার দেখতে হবে আপনার থাইরয়েডের মাত্রা কত পরিমাণ আছে। তারপর আপনি একজন থাইরয়েড বিশেষজ্ঞ স্পেশালিস্টের আওতাভুক্ত হবেন। এবং তার সাজেশন অনুসারে আপনি চলবেন। 

ডাক্তারের সাজেশন অনুসারে যে ওষুধ ও নিয়ম কানুন আপনাকে করতে বলবে অবশ্যই আপনি সেই অনুসারে চলবেন। এবং খুব সাবধানতা অবলম্বন করবে। তবে ফাইটার আক্রান্ত মহিলাদের মা হওয়াটা একটু ঝুঁকি বললেই চলে। এর মানে এটা না যে একজন থাইরয়েড আক্রান্ত রোগী কখনোই মা হতে পারবেন না। 

পৃথিবীতে প্রজনন ক্ষমতা নারীদের মধ্যে প্রায় তিন জনের মধ্যে একজন নারী থাইরয়েড রোগে আক্রান্ত হয়। তাই ডাক্তারি মতে থাইরয়েড নিয়ে সেরকম প্রিন্টের কিছুই নেই। আপনি যদি থাইরয়েড পরিমান কন্ট্রোলে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই মা হতে পারবেন। 
তবে রোগীর সম্পূর্ণ ডাক্তারের নিয়ম অনুসারে চলতে হবে এবং বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর সাধারণ গর্ভবতী মায়েদের থেকে থাইরয়েড আক্রান্ত মায়ের একটু সাবধান থাকা অতি জরুরী। 


জেনে নেই থাইরয়েড কি?




থাইরয়েড হল আমাদের গলার সামনের দিকটাতে প্রজাপতি আকৃতি
গ্রন্থটির নামই হলো থাইরয়েড। একজন মানুষের বৃদ্ধি ,শারীরিক ভিত্তিক বৃদ্ধি, বিকাশ বিভাগীয় নানা ক্রিয়া ও প্রতিক্রিয়া সাধন করার জন্য এ গ্রহনি থেকে নিষ্কৃত থাইরয়েড হরমোন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 
বর্তমানে থাইরয়েড গ্রহণের গ্রন্থি নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোন জনিত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হরমোন জনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিস এর পরই এর অবস্থান অনেক। তবে জাতীয় স্বাস্থ্য গবেষণার গবেষকদের মতে মূলত নারীরাই এই সমস্যায় বেশি বুকে থাকেন ও আক্রান্ত হন।

 থাকলে রোগীর কি কি অসুবিধা হয়। 

 
থাইরয়েড হল একটি হরমোন জনিত রোগ গ্রন্থি থেকে থাইর স্কিন ও ট্রাই আয়োডো থাইরনি ন নামক হরমোনের কারণে এসব হরমোনের উৎপাদন বৃদ্ধি পেলে নানা উপসর্গ ও সমস্যা দেখা দেয়। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো-

থাইরয়েড হয়ে থাকলে যেসব অসুবিধা রোগীর দেখা দিবে সেগুলো হল।
থাকে

১ শারীরিক ওজন বৃদ্ধি পায়

২ শরীর অতিরিক্ত ঘামানো

৩ সাধারণ মানুষের থেকে অনেক বেশি গরম লাগে।

৪ বুক ধরফর করে বুকে ব্যথা হয়।

৫ প্রায় শরীরে অস্থিরতা অনুভব হয়।

৬ খাবার কম খেলেও শরীরের ওজন বাড়তে থাকে।

৭  হাত-পা কাঁপুনি হয়

৮  খিটখিটে মেজাজ থাকে

এরকম আরো ইত্যাদি উপসর্গ রোগীর দেখা দেয়। উপরোক্ত বিষয়গুলো যদি কোন ব্যক্তি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন। কারণ থাইরয়েড যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে এটি কন্ট্রোলে আসতে পারে।


Post a Comment (0)
Previous Post Next Post