কালমি খেজুর।

কালমি খেজুর বিষয়ে আমরা অনেকে অনেক কিছু জানতে চাই , তাই আমি আপনাদের সাথে আজকে কালমি  খেজুর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমার এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তালমিক খেজুরের উপকারিতা ও অপকারিতা, কালমি খেজুরের দাম, কোথায় পাওয়া যায়, এসব সহ আরো বিস্তারিত।

তাই আপনি যদি খেজুর সম্বন্ধে অনেক কিছু জানতে চান তাহলে আপনি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আপনি যদি আমার এই আর্টিকেলটি সম্পন্ন করেন তাহলে কালমেঘ খেজুর সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন।

 কালমি খেজুর। 

মদিনার আরেক খেজুরের নাম হলো কালমি খেজুর। দেখতে প্রায়ই মরিয়ম খেজুরের মত। এই কালমী খেজুর দেখতে গারো বাদামি রঙের ও লম্বাটে। কালমিকেজুর খেতে মোটামুটি ভালোই মিষ্টি। এই কালমিক খেজুর মদিনা অঞ্চলের যে কোন অন্যান্য অঞ্চলের খেজুরের থেকে ফজিলত পূর্ণ একটি খেজুর। 

বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে মদিনা অঞ্চলের সাতটি খেজুর খাবেন সেই ব্যক্তিকে ওই দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত কোন প্রকার ২০ আক্রান্ত করতে পারবে না। এর মানে আমরা বুঝতেই পারলাম যে কালমী খেজুর কতটা ফজিলতপূর্ণ ও মানুষের শরীরে কতটা উপকারী। 

কালমি খেজুরের উপকারিতা। 

  • কালমি  খেজুরের উপকারিতা সম্বন্ধে নিম্নে সুন্দরভাবে আলোচনা করা হলো-
  • কালমি  খেজুর শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। 
  • শরীরের রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। 
  • গর্ভবতী মায়েরা এই কালমী খেজুর খেলে নরমালে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে ও মৃত্যুর ঝুঁকিও অনেক ক্ষেত্রে কমে। 
  • ব্লাডের কোলেস্টরেল মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। 
  • হার্ট ও মস্তিষ্ক ভালো রাখে। 
  • ত্বক ও চোখ ভালো রাখে। 
  • হাড়কে মজমুদ রাখে, ও বয়েরজনিত হাড় ক্ষয় রোধ করে থাকে। 







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url