চোখ চুলকানোর কারণ কি?

চোখ চুলকানোর কারণ কি এই বিষয় আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।চোখ চুলকানো এটি একটি অবশ্যই বিরক্তকর ব্যাপার , আর এই চোখ চুলকানো কমবেশি সবারই হয়ে থাকে। 

চোখ চুলকানো,চোখের চুলকানি দূর করার উপায়,চোখ চুলকানোর কারন কি,চোখ চুলকানোর কারণ কি,চোখে এলার্জির কারণ,চোখ চুলকানোর ঔষধ,চোখের এলার্জি দূর করার উপায়,চোখের এলার্জি,চোখ চুলকানির কারণ কি,চোখে চুলকানি,চোখ চুলকানোর কারন,চোখের অ্যালার্জি,চোখের এলার্জির চিকিৎসা,চোখের চুলকানি দূর করার উপায়,চোখের এলার্জির ড্রপ,চোখের এলার্জি চিকিৎসা,চোখের সমস্যা,চোখের এলার্জি লক্ষন,চোখ চুলকানি,চোখ চুলকানো দূর করার উপায়,চোখ চুলকানিি,চোখ চুলকানো কিসের ইংগিত

তাই আমি আপনাদের কে আজকে জানাবো চোখ চুলকানোর কারণ কি, চোখের এলার্জি দূর করাউপায়, চোখের এলার্জির লক্ষণ সহ আরো বিস্তারিত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব।আপনি যদি আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন আশা করি তাহলে চোখ চুলকানোর বিষয়েও অ্যালার্জি বিষয় অনেক কিছুই জানতে পারবেন। 

চোখ চুলকানোর কারণ কি?

চোখ চুলকানো এটি একটি অসহ্য বিরক্ত কর সমস্যা। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় উকিগুলার প্ররিটাস। এটি হলো একটি ট্রিগার বা অ্যালার্জিনের প্রতিক্রিয়ার কারণে শরীরে যে সিস্টেমিক নামক এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয় বেশি। আর এর ফলে চোখের রক্ত বাহির না লিতে প্রসারিত হয়ে থাকে।এর কারণে চোখ চুলকায়, চোখে পানিতে ভরে যায়, চোখ জলে, কখনো আবার চোখ লাল হয়ে যায়।তাছাড়াও আরো বিভিন্ন কারণে ও চোখ চুলকাতে পারে

নিম্নে চোখ চুলকানোর কারণগুলো সুন্দরভাবে উল্লেখ করা হলো-

  • এলার্জির কারণ  ধুলোবালু ও মোল্ড এক ধরনের ছত্রাক। চোখের ড্রপ অথবা পশু পাখির বসন থেকে অনেকের চোখ চুলকানো হতে পারে। অনেকের যদি চোখের চারপাশে ডার্মাটাইটিস হয়ে থাকে সেক্ষেত্রেও চোখ চুলকানো হতে পারে। 

  • বেলে ফারাইটিস   বেলে ফারাইটিস সংক্রমণে কোন ব্যক্তির চোখের পাতায় প্রদাহে হতে পারে। অনেকের কন্টাক লেন্সের কারণেও এসব সংক্রমণ হতে পারে। আর এর ফলে চোখে চুলকানি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের এন্টিহিস্টামিন ই কোষ, পেইনকিলার, এন্টি ডিপ্রেটেশন অথবা জন্মনিয়ন্ত্রণ পিল এর প্রতিক্রিয়াতেও এসব চুলকানি হয়ে থাকে। 

  • ড্রাই আই সিনড্রোম  যখন কোন ব্যক্তির চোখে ল্যাট্রিমাল গ্রহন টি প্রয়োজনীয় পরিমাণে অশ্রু উৎপাদন করতে পারেনা ঠিক তখনই চোখের পাতায় নিচে যথাযথ আগ্রহ হয় না। ফলে অনেকের অস্বস্তি অনুভূতি হয়, ও চুলকানি হয়। কেমিক্যাল যুক্ত বাইরে থেকে কোন পদার্থ চোখে প্রবেশ করলেও চোখ চুলকানো ও চোখে ব্যথা লাল হওয়া ও পানি পড়াও দেখা দেয়। অনেক খেতে দেখা যায় যে মেকআপ ব্যবহার করলেও চোখ চুলকানো দেখা দেয়। 

চোখে এলার্জির কারণ। 

চোখের এলার্জির কারণ বিষয় ভালোভাবে জেনে নিন-

এলার্জির অনেকগুলো ভাব থাকে , অনেকের খাবারে এলার্জি অনেকের ধুলোবালি এলার্জি, আবার অনেকের বৃষ্টির পানি সহ এরকম বিভিন্ন ধরনের এলার্জি থেকে থাকে। আর এই এলার্জি কারো দেখা দেয় শরীরে রেশও বিচি বিচি জায়গার মাধ্যমে, আবার কারো দেখা দেয় হাঁচি-কাশি ও সর্দির মাধ্যমে , আবার অনেকের এলার্জির কারণে চোখ চুলকিয়ে থাকে। আর অনেকের চোখে দেখা দেয় এলার্জি। চোখের এলার্জি কে বলে এলার্জিক  কনজাংটিভাইটিস। ডিভাইস চোখের সামনের দিকে যে কালো অংশের শেষে দৃশ্যমান সাদা অংশটি এক স্বচ্ছ জিল্লি অথবা আবরণে আবৃত থাকে। 

চোখের এলার্জির বেশিরভাগ কারণ হলো পরিবেশে থাকা নানা এলার্জিনের মাধ্যমে এগুলো হয়ে থাকে।এতে চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, ও চোখ থেকে পানি পড়ে। অনেকের আবার দেখা যায় চোখ খুলে গেছে। এগুলো এলার্জির কারণেই সাধারণত হয়ে থাকে। তাই যেসব রোগী চোখের এলার্জিতে আক্রান্ত সেসব রোগীর অবশ্যই উচিত ধুলোবালিও যেসব জিনিসে অ্যালার্জি আছে তা থেকে দূরে থাকা। 

জেনে নেই কিসে কিসে চোখে এলার্জি হয় -

  • আমাদের আশেপাশে থাকা ধুলোবালিতে চোখের এলার্জিরই হতে পারে। 
  • গাছপালা বা ফুলের পর এক ও রেনু ইত্যাদি তেও অ্যালার্জি থাকে। 
  • যাদের চোখে এলার্জির পরিমাণ বেশি তাদের অনেক পানিতেও অ্যালার্জি দেখা দেয়। 
  • চোখে মেকআপ ব্যবহার করলেও অ্যালার্জি দেখা দেয়। 
  • পারফিউম ও সেন্ট এইসব ধরনের স্মেল জাতীয় জিনিস ব্যবহার করলেও চোখে এলার্জি দেখা দেয়। 

চোখের এলার্জি দূর করার উপায়। 

  • ১  চোখের এলার্জি দূর করার উপায় অনেক  আছে। চোখের এলার্জি দূর করার জন্য প্রথমে এক গ্লাস বিশুদ্ধ পানি নিন। এতে তিন চামচ পরিমাণ লবণ গুলিয়ে ভালোমতো ফোটান। পানি ভালোভাবে ফুটে যাওয়ার পর সেটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিন।পানি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে সেই পানিতে অল্প কিছু পরিমাণে তুলো দিয়ে দিন। তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন তুলো ও জীবনমুক্ত তুলো নিতে হবে। তুলা ভিজিয়ে চোখ ধীরে ধীরে মুছে নিন। দেখবেন আপনার আস্তে আস্তে চোখ চুলকানো চোখে ব্যথা ও চোখে অসহ্য ও বিরক্ত কর যন্ত্রণা কমে যাবে। 
  • ২  চোখের এলার্জি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধও ড্রপ ব্যবহার করবেন
  • ৩  ধুলোপালি থেকে সবসময় নিজেকে সুরক্ষিত রাখবেন
  •   চোখে চশমা ব্যবহার করবেন কারণ নিয়মিত চশমা ব্যবহার করলে ধুলোবালি আপনার চোখে কম প্রবেশ করবে ও চোখ চুলকাবে না। 
  •   সব সময় খেয়াল করবেন যাতে আপনার চোখে কেমিক্যাল জাতীয় কোন দ্রব্য পদার্থ চোখে না লাগে। 

চোখের এলার্জির ড্রপ। 

চোখে এলার্জি দেখা দিলে প্রথমে আপনি চিকিৎসকের পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়মিত ড্রপ ব্যবহার করবেন। চোখের এলার্জি হলে ওষুধের থেকে খুবই দ্রুত ড্রপ আপনার চোখ চুলকানো দূর করে থাকে। তবে নিজের মনগড়া কোন চোখের ড্রপ কিনে চোখে ব্যবহার করবেন না। কারণ এক একজনের এলার্জির ধরন এক এক রকম। তাই একমাত্র চিকিৎসকেই নির্ধারণ করতে পারবে যে আপনার চোখের এলার্জির জন্য কোন এলার্জি দূর করার ড্রপ ব্যবহার করা প্রয়োজন। 

চোখের এলার্জি লক্ষন। 

চোখের এলার্জির সমস্যায় আমরা কমবেশি সবাই ভুক্তভোগী হয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝিনা যে চোখের এলার্জি কিনে। চলুন তাহলে জেনে নিন এলার্জির লক্ষণগুলো কি কি। 

এলার্জির লক্ষণসমূ-
  • চোখে এলার্জি হলে চোখ ফুলে যায়। 
  • চোখ লাল হয়ে যায়। 
  • চোখে কিছুক্ষণ পর পর চুলকাতে থাকে। 
  • চোখ থেকে প্রায়ই পানি পড়তে থাকে। 
  • চোখে অসহ্য বিরক্ত অনুভব হয়.
  • চোখের মধ্যে কাটা কাটা বসে যেমনটা চোখে কোন ময়লা গেলে যেমন হয় অনেকের সেরকম অনুভব হয়। 

উপরোক্ত এই লক্ষণসমূহ যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার চোখে এলার্জি হয়েছে। আর এটা বুঝতে পারলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধও ড্রপ ব্যবহার করবেন। 

প্রিয় পাঠক আশা করি আজকে আমাদের এই আর্টিকালের মাধ্যমে আপনাদেরকে চোখ চুলকানোর কারণ কি , চোখের এলার্জির লক্ষণসমূহ, চোখের এলার্জি দূর করার উপায় সহ বিস্তারিত আপনাদের হয়তো আমি জানাতে পেরেছি। আশা করি আমার এই সম্পূর্ণ লেখাটি ও আর্টিকেলটি যদি আপনি পড়েন তাহলে চোখের এলার্জির বিষয় অনেক কিছুই জানতে পারবেন। ধন্যবাদ-
  

 

Post a Comment (0)
Previous Post Next Post