মাথার চুল পড়া বন্ধ করার উপায়।
মাথার চুল পড়া এটি একটি ছোট বড় , নারী-পুরুষ সবাই এই সমস্যায় পড়ে আছি আমরা। চুল হচ্ছে মানুষের সৌন্দর্যের অন্যতম একটি দিক। নারী পুরুষ সকলেরই চুলের সৌন্দর্যতা যা অন্য কিছু দ্বারা পূর্ণ হয় না। তাই যারা এই চুল পড়া রোগে ভুগছেন তাদের জন্য আজকে আমি জানাতে যাচ্ছি যে মাথার চুল পড়া বন্ধ করা উপায়।
অনেকের হরমোনালি সমস্যার সহ আরো বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় ও ঝরে যায়। আপনি যদি দেখেন আপনার চুল তুলনামূলক অনেক বেশি পড়ছে তাহলে প্রথমেই আপনি আপনার ব্যবহার করার শ্যাম্পু পরিবর্তন করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ দীর্ঘদিন এক শ্যাম্পু ইউজ করে সে ক্ষেত্রেও গোড়া নরম হয়ে যায় ও চুল ঝরে পড়ে যায়।
যদি দেখেন তাতেও আপনার চুল পড়ার কোন পরিবর্তন আসছে না তাহলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেকেরই চুল অল্প বয়সে ও ঝরে যায়। আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে আপনার হরমোন জনিত আরো বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার আপনাকে শ্যাম্পু শ্যাম্পু সাবান অথবা কিছু জেল দিবে সেগুলো আপনি কন্টিনিউ ইউজ করবেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে।
তাছাড়া আপনি ঘরোয়া উপায়েও কিছু তেল অথবা জেল অথবা হেয়ার প্যাক ঘরে বানিয়েও আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে যদি এইগুলো ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া অনেক কমে যাবে। যেমন অ্যালোভেরার জেল, পিয়াজের রস, ডিম ও রসুন বাটা মিক্স করে, টক দই এসব ধরনের উপকার আপনি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে আপনি আপনার চুল পড়া বন্ধ করতে পারেন।
তবে আমরা সাধারণত একটা ভুল করে থাকি সে ভুলটা হলো যে আমরা চুল পড়া বন্ধ করার জন্য অনেকেই বাজার থেকে তেল ও শ্যাম্পু কিনে থাকি। অনেকের দেখা যায় যে এই তেল শ্যাম্পু চুল পড়ার জন্য ব্যবহার করাতে তার চুল পড়া আরো বেড়ে যায় তাই আপনাদের অবশ্যই এইসব করার জন্য প্রসাধনী কেনার সময় খেয়াল রাখতে হবে যে এগুলো আপনার মাথায় অথবা চুলে শুট করে কিনা।
কারণ আমরা বাজারে সাধারণত চুল পড়া বন্ধের জন্য তেল শ্যাম্পু কিনে ব্যবহার করে থাকি সেগুলোতে অনেক মেডিসিন দেওয়া থাকে। যেটা অরজিনাল না। তবে এইসব প্রসাধনই চুল পড়ার জন্য তেলও শ্যাম্পু কিনলে সবসময় চেষ্টা করবেন অরজিনালটা কিনে ব্যবহার করার। আপনি যদি অরজিনালটা ব্যবহার না করেন তাহলে আপনি চুল নিয়ে মারাত্মক বিপর্যয় পড়বেন। |