মাথার চুল পড়া বন্ধ করার উপায়।

মাথার চুল পড়া বন্ধ করার উপায় এই বিষয়ে আমাদের সবারই জানা উচিত। কারণ চুলপড়া ছোট বড় নারী পুরুষ সবাই এই সমস্যাই ভুক্তভোগী। তাই আজকে আমারেআর্টিকেলে মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে মাথার চুল পড়া বন্ধ করা উপায় সম্বন্ধে।


তাই আপনি যদি চুল পড়ার বিষয়সহ চুল ঘন করার উপায়, চুল লম্বা করার উপায়, এইসব বিষয় যদি জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনি বিস্তারিত পড়ুন।কারণ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে চুল পড়া সম্পর্কিত সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

মাথার চুল পড়া বন্ধ করার উপায়।


মাথার চুল পড়া এটি একটি ছোট বড় , নারী-পুরুষ সবাই এই সমস্যায় পড়ে আছি আমরা। চুল হচ্ছে মানুষের সৌন্দর্যের অন্যতম একটি দিক। নারী পুরুষ সকলেরই চুলের সৌন্দর্যতা যা অন্য কিছু দ্বারা পূর্ণ হয় না। তাই যারা এই চুল পড়া রোগে ভুগছেন তাদের জন্য আজকে আমি জানাতে যাচ্ছি যে মাথার চুল পড়া বন্ধ করা উপায়। 

অনেকের হরমোনালি সমস্যার সহ আরো বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় ও ঝরে যায়। আপনি যদি দেখেন আপনার চুল তুলনামূলক অনেক বেশি পড়ছে তাহলে প্রথমেই আপনি আপনার ব্যবহার করার শ্যাম্পু পরিবর্তন করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ দীর্ঘদিন এক শ্যাম্পু ইউজ করে সে ক্ষেত্রেও গোড়া নরম হয়ে যায় ও চুল ঝরে পড়ে যায়।

যদি দেখেন তাতেও আপনার চুল পড়ার কোন পরিবর্তন আসছে না তাহলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেকেরই   চুল অল্প বয়সে ও ঝরে যায়। আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে আপনার হরমোন জনিত আরো বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার আপনাকে শ্যাম্পু শ্যাম্পু সাবান অথবা কিছু জেল দিবে সেগুলো আপনি কন্টিনিউ ইউজ করবেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে। 

তাছাড়া আপনি ঘরোয়া উপায়েও কিছু তেল অথবা জেল অথবা হেয়ার প্যাক ঘরে বানিয়েও আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে যদি এইগুলো ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া অনেক কমে যাবে। যেমন অ্যালোভেরার জেল, পিয়াজের রস, ডিম ও রসুন বাটা মিক্স করে, টক দই এসব ধরনের উপকার আপনি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে আপনি আপনার চুল পড়া বন্ধ করতে পারেন। 

তবে আমরা সাধারণত একটা ভুল করে থাকি সে ভুলটা হলো যে আমরা চুল পড়া বন্ধ করার জন্য অনেকেই বাজার থেকে তেল ও শ্যাম্পু কিনে থাকি। অনেকের দেখা যায় যে এই তেল শ্যাম্পু চুল পড়ার জন্য ব্যবহার করাতে তার চুল পড়া আরো বেড়ে যায় তাই আপনাদের অবশ্যই এইসব করার জন্য প্রসাধনী কেনার সময় খেয়াল রাখতে হবে যে এগুলো আপনার মাথায় অথবা চুলে শুট করে কিনা।

 কারণ আমরা বাজারে সাধারণত চুল পড়া বন্ধের জন্য তেল শ্যাম্পু কিনে ব্যবহার করে থাকি সেগুলোতে অনেক মেডিসিন দেওয়া থাকে। যেটা অরজিনাল না। তবে এইসব প্রসাধনই চুল পড়ার জন্য তেলও শ্যাম্পু কিনলে সবসময় চেষ্টা করবেন অরজিনালটা কিনে ব্যবহার করার। আপনি যদি অরজিনালটা ব্যবহার না করেন তাহলে  আপনি চুল নিয়ে মারাত্মক বিপর্যয় পড়বেন। 

চুল পড়া বন্ধ করার উপায়।

 চুল পড়া বন্ধ করার উপায় জেনে নিন-

  • একটি অ্যালোভেরা জেল নিয়ে তার সাথে কিছুটা অলিভ অয়েল ও নারকেল তেল মিক্স করে চুলের গোড়া থেকে আগ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। এরকম এক থেকে দেড় মাসের মত ব্যবহার করুন দেখবেন আপনার চুল পড়া কমে গেছে। 

  • সপ্তাহে তিনদিন করে পিয়াজের রস আপনার মাথার চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে লাগিয়ে রাখুন। এবং তা 2 ঘন্টা পর ধুয়ে ফেলুন দেখবেন আপনার চুল পড়া অনেকটা কমে গেছে। এরকম মাত্র এক মাস ব্যবহার করুন। 

  • রসুনের রস বের করে তার সাথে ডিমের কুসুম বাদে শুধু লালা রসুনের সাথে মিক্স করে আপনার চুলে লাগিয়ে রাখুন দুই ঘন্টার মত তারপর ধুয়ে ফেলুন।এটা আপনি সপ্তাহে একবার করুন একটানা দু'মাস দেখবেন আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে গেছে। 
চুল পড়া বন্ধ করার উপায়,চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়,চুল পড়া বন্ধ করুন,চুল পড়া বন্ধের উপায়,চুল পড়া বন্ধ করার তেল,চুল ঘন করার উপায়,চুল পড়া,ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায়,মাথার চুল পড়া বন্ধ করার উপায়,নতুন চুল গজানোর উপায়,চুল বড় করার সহজ পদ্ধতি,চুল পড়া বন্ধ করার উপায়,নতুন চুল গজানোর প্রাকৃতিক উপায়,চুল পড়া বন্ধ করার দোয়া,মাথায় চুল পড়া বন্ধ করার উপায়,টাক মাথায় চুল গজানোর উপায়,চুল পড়া বন্ধের সহজ উপায়,মাথার চুল পড়া বন্ধ করার তেল

  • অনেকের হরমোনালি সমস্যার কারণেও চুল পড়ে থাকে। তাই যাদের ফরমালি সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। 
  • অনেকের ভিটামিন সি এর অভাবেও চুল পড়ে যায়। তাই যাদের চুল পড়ে ও চুল ঝরে তারা অবশ্যই ভিটামিন সি জাতীয় বেশি করে খাবার খাবেন। ওর সাথে শাকসবজিও ফলমূল খাবেন। এতে আপনার চুলের গ্রোথ ভালো ও মজবুত করে। 

চুল ঘন করার উপায়।

নারী পুরুষ সবাই চায় তার চুল ঘন মজবুত হোক। তাহলে জেনে নিন কি করলে আপনার চুল ঘন ও মজনুত হবে।
  • সপ্তাহে অন্তত একবার হলেও শ্যাম্পু করার আগে গরম তেল সেটা নারিকেল তেল হোক অথবা অলিভ অয়েল যেটা আপনি ব্যবহার করেন, সেই তেল আপনি গরম করে চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত ভালো করে মাসাজ করে নিবেন। তার দুই ঘন্টা পর আপনি শ্যাম্পু দিয়ে ফেলবেন। আপনি যদি কন্টিনিউ এই কাজটি করেন দেখবেন আপনার চুল অনেক ঘন হবে। কারণ গরম তেল আপনার চুলের গোড়া মজবুত করে ও চুলের গোড়ায় পুষ্টি যোগান দেয়। 
  • পেঁয়াজের রস, কাস্টর অয়েল, এলোভেরা জেল, নারিকেল তেল ও অলিভ অয়েল এসবে অস্র ভিটামিন ও মিনারেল রয়েছে। যেটা আপনার চুল ঘন করায় খুবই কার্যকর করে থাকে। এগুলো তুলে লাগিয়ে আধাঘন্টা রেখে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও এই কাজটা করবেন। 
  • অনেক সময় সুষম খাদ্যের অভাবেও চুল পাতলা হয়ে যায়। ডিম,, মাছ, ছানা দই, এসব ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন। এবং শাকসবজি ফলমূলক ভাবে। কারণ এই খাবারের পুষ্টি গুনাগুনের মাধ্যমে আপনার পাতলা চুল গোড়া থেকেই মজবুত হবে ও ঘন হবে। 
  • প্রতি সপ্তায় একবার করে টক দই ব্যবহার করবেন। শুধুমাত্র এক ঘন্টা পর ধুয়ে ফেলবেন আপনি নিজেই দেখতে পারবেন এটা ব্যবহার করার ফলে আপনার চুল কতটা সিল্কি ট ও ঘন হচ্ছে। 

চুল পড়া বন্ধ করার তেল।

চুল পড়া বন্ধ হওয়ার তেল তৈরি করার নিয়ম জেনে নিন-

একটি বড় অ্যালোভেরা পাতা নিবেন তার থেকে খুব সুন্দর ভাবে সম্পূর্ণ জেলটা বের করে নিবেন। তারপর দু চামচের মত মেথি নিবেন , সাথে অলিভ অয়েল ও নারিকেল তেল প্রায় আড়াইশো গ্রামের মতো নিবেন। এগুলো সব একসাথে করে মিট করবেন। মিক্স করার পর একটি ছোট ফ্রেশ হাঁড়ি নিবেন অথবা কড়াই।

খেয়াল রাখবেন কড়াই থেকে যেন বাহারি থেকে ঝাল না উঠে। ঠিক এমন একটা করাই চুলার উপরে নিবেন। তারপরে মিক্স করা সব উপকরণগুলো ভালো করে চুলায় করে জানাবেন। অবশ্যই খুবই মিডিয়াম আছে ও সময় নিয়ে এই কাজটি করবেন। ২০-৩০ মিনিট পর যখন দেখবেন আপনার উপকরণগুলো একটা জেলের মতো হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিবেন। 

তারপর রুম টেম্পারেচারে রেখে খুবই ভালোভাবে ঠান্ডা করে নিবেন। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটি আপনি একটি কাঁচের যে তেলের বোতল আছে তাতে রাখার চেষ্টা করবেন।তারপর আপনি সপ্তাহের অন্তত তিন থেকে চার দিন এই তেল ব্যবহার করবেন। এরকম যদি আপনি এক মাস ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চুল ঘন চুল পড়া বন্ধ হয়ে গেছে। 

চুল বড় করার সহজ পদ্ধতি।

চুল বড় করার প্রথম নিয়ম হচ্ছে চুলের প্রতি যত্নশীল ও যত্নবান হওয়া। নিয়মিত তেল দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শ্যাম্পু করা। আর প্রতিদিন ঘুমানোর আগে চুল ভালোভাবে বেঁধে নেওয়া। চুল এমন ভাবে বাঁচতে হবে যে ঘুমালে যাতে চুলের আধা জুমড়ে না যায়।অনেকেই আছেন যে বেনি করলেও চুলের মাথা এলোমেলোভাবে বেঁধে ঘুমিয়ে পড়ে। এর ফলে চুলের মাথা ভেঙে গেলে চুলার লম্বা হতে চায় না। তাই সবসময় চেষ্টা করবেন চুল সঠিক নিয়ম অনুসারে বাধা। তাহলে দেখবেন আপনার চুল অনেক লম্বা হয়েছে। 

পরিশেষে: প্রিয় পাঠক আশা করি আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে পেরেছি মাথার চুল পড়া বন্ধ করার উপায় সহ চুল বড় করাউপায় এইসব বিষয়ে  হয়তো আমি আপনাদেরকে বিস্তারিত জানতে পেরেছি। তাই আপনি যদি মাথার চুল পড়া বন্ধ করার উপায় নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলের অনুযায়ী আপনি এইসব নিয়ম কানুন মেনে চলবেন। তাহলে আপনি আপনার চুলের অনেক পরিবর্তন পাবেন। ধন্যবাদ-
 
Post a Comment (0)
Previous Post Next Post