বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা ২০২৪

বাচ্চাদের গ্যাসের ঔষধ এর নামের তালিকা সম্পর্কে আমরা অনেকেই জানিনা এবং আমরা এই বিষয়ে বিভিন্নভাবে ইন্টারনেটে ঘাটাঘাটি করে থাকি। তাই আমাদের আজকের এই আর্টিকেলে বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা সমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হবে। 


বাচ্চাদের গ্যাসের সিরাপ এর দাম এবং এর নাম সমূহ বর্তমান সময়ে কি কি সেই বিষয়ে আমাদের আজকের এই আর্টিকেলে আমরা তুলে ধরব তো চলুন আমরা সেই বিষয়টা সম্পর্কে জানি। 


বড়দের মত বাচ্চাদের ও গ্যাসের সিরাপ এর দরকার হয় এবং পেটে গ্যাস হয় সাধারণত বাচ্চারা গ্যাস হলে কান্নাকাটি করে এবং শিশু বাচ্চাদের পেটে গ্যাস হলে তারা কান্না করতে পারে না এবং তাদের চেহারা লাল হয়ে যায় এছাড়াও বাচ্চা পেটে অতিরিক্ত গ্যাস হলে মোচরাতে থাকে। 


তাই বাচ্চাদের যদি এই সমস্ত লক্ষণ দেখা দেয় তাহলে বুঝতে হবে পেটে গ্যাস হয়েছে এবং তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং গ্যাসের সিরাপ খাওয়াতে হবে। 


অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চাদের পেটে গ্যাস হলে তাদের বাবা-মা বেশিরভাগ দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েন এবং বাচ্চার পেটে গ্যাস কিভাবে ভালো হবে সে বিষয় নিয়ে তারা একটি উদ্বিগ্ন থাকে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়। 


বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা ২০২৪


বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা

সাধারণত শিশু বাচ্চা জন্ম নেওয়ার ১ থেকে তিন মাস পর্যন্ত পেটে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং জন্মের তিন মাস পরে আস্তে আস্তে বাচ্চাদের গ্যাসের সমস্যা কিছুটা কমতে থাকে তাই শিশু বাচ্চাদের পেটে গ্যাস হলে অস্থির হওয়ার কোন কারণ নেই। কারণ বাচ্চাদের পেটের গ্যাস সাধারণত দুই থেকে তিন মাস থাকে এবং আস্তে আস্তে তা ঠিক হয়ে যায়। 

তাই আপনারা যারা বাচ্চাদের গ্যাসের ওষুধের নামের তালিকা ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে খুজতেছেন তাদের জন্য নিচে বিস্তারিতভাবে বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা 2023 বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। 

  • ডায়জিন (Dizin)
  • ডায়জিন-এম (Dizin-M)
  • অ্যাসিডিন (Acidin)
  • অ্যাসিডিন-এম (Acidin-M)
  • রেনিটিডিন (Ranitidine)
  • ওমেপ্রাজল (Omeprazole)
  • ল্যানসোপ্রাজল (Lansoprazole)
  • ইমিপ্রাজল (Esomeprazole)
  • ডোম্পামিন (Dopamine)

বাচ্চাদের গ্যাসের ট্যাবলেট ২০২৪

বর্তমানে বাচ্চারা জন্মের পর থেকেই গ্যাসের সমস্যায় জর্জরিত হয়ে থাকে এবং অনেক সময় দ্রুত খাবার খেলে তা আস্তে আস্তে শিশুর পেটে গ্যাস হতে শুরু করে তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মে শিশুকে খাবার খাওয়াবেন এবং কখনোই বাচ্চাদের ফর্মুলার বা বিভিন্ন কৃত্রিম দুধ খাওয়াবেন না। 


যদি শিশু বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে বুঝতে হবে সেই শিশু বাচ্চার পেটে অধিক পরিমাণে গ্যাস রয়েছে তাই চিন্তা হওয়ার কিছু নেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। 

বাচ্চাদের বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট রয়েছে নিচে বাচ্চাদের গ্যাসের ট্যাবলেট এর নাম সমূহ উল্লেখ করা হলো। 

  1. ডমস্টপ ১০ এম জি ট্যাবলেট (Domstop 10 MG Tablet)
  2. ডমপেরিডন ১০ এম জি ট্যাবলেট (Domperidone 10 MG Tablet)
  3. সেজভম ১০ এম জি ট্যাবলেট (Cezvom 10 MG Tablet)
  4. নউসডান ১০ এম জি ট্যাবলেট (Nausdan 10 MG Tablet)

গ্যাসের ঔষধের নামের তালিকা ও দাম

আমরা আমাদের এই আর্টিকেলে আলোচনা করেছি বাচ্চাদের গ্যাসের সিরাপের নাম কিন্তু দাম সম্পর্কে আলোচনা করা হয়নি তাই এখন বাচ্চাদের গ্যাসের সিরাপের দাম কেমন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 


বাচ্চারা গ্যাসের সমস্যায় প্রচুর পরিমাণে কান্নাকাটি করে এবং ঠিকমতো খেতে চায় না এবং ঘুম ঠিকমতো হয় না তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 


  • Naunehal (নওনেহাল) দাম মাত্র ৭৫ টাকা।
  • Neodrop (নিওড্রপ) দাম মাত্র ৩০ টাকা।
  • Flacol (ফ্লাকোল) দাম মাত্র ৩৫ টাকা।
  • Gasnil (গ্যাসনিল) দাম মাত্র ৩০ টাকা।
  • Lefoam (লেফোম) দাম মাত্র ৩০ টাকা।


গ্যাস্ট্রিকের সিরাপ কোনটা ভালো

বর্তমানে গ্যাসের সবচাইতে ভালো চিড়া হচ্ছে হামদার্দ কোম্পানির নও নেহাল এবং এর দাম মাত্র ৭৫ টাকা। তাই যে সকল বাচ্চার গ্যাসের সমস্যা রয়েছে তাদের অবশ্যই হামদাদের এই সিরাপটা খাওয়াতে পারেন এবং এই সিরাপের ভিতরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা কোন তেজস্ক্রিয়তা নেই। তাই আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে এই সিরাপটি খাওয়াতে পারেন। 

এবং বর্তমানে এই স্কয়ার কোম্পানির সবথেকে জনপ্রিয় গ্যাসের সিরাপ হচ্ছে ফেক ও হেমোটেক এবং এই সিরাপ টিম স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড তৈরি করেছে এবং বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে। 


পাঠক আমাদের আজকের এই আর্টিকেলে বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা, গ্যাসের সিরাপ কোনটি ভালো এবং গ্যাসের ঔষধের নামের তালিকা এবং দাম সমূহ বিস্তারিত ভাবে আমাদের এই আর্টিকেলে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের আর্টিকেল যদি ভালো লাগে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Next Post Previous Post