একজন অবিবাহিত মেয়ের যদি শারিরীক চাহিদা পুরনের দরকার হয়, তাহলে সে কি ভাবে তা মিটাবে?




অবিবাহিত মেয়েরা আমাদের সমাজে একটু বেশি লাজুক হয়। মনের কথা বলে না। অন্য দিকে বিবাহের পড়ে তারা অত লাজুক থাকে না বা থাকার প্রয়োজন হয় না। আমি অবিবাহিত।আমার কোনো বোউদি গোছের নারীদের সথে কথা বলতে সমস্যা হয় না। তারা আমাকে দেখে কোনো অদ্ভুদ আচরণ করে না।কিন্তু অবিবাহিত মেয়েদের রকম সকম আমার ভালো লাগে না।তারা খুব সন্দেহ বাতিক হয়। আবার কখনো ছেলেদের মানুষ মনে না করে বাঘ সিংহ মনে করে।কখনো আবার মন দিয়ে ফেলে। মানে স্বাভাবিক স্বচ্ছল ব্যাপারটির অভাব হয়ে যায়। যেটা বিবাহিত নারীদের সঙ্গে কথা বলতে গিয়ে কম অনুভব করি।

আর একটি বিষয় , বিবাহিত নারীদের শারীরিক গঠন অনেক সময় আকর্ষণীয় মনে হয় করো করো। তবে সব সময় এটা বাস্তব না।

Next Post Previous Post