হার্নিয়া রোগের চিকিৎসা খরচ

হার্নিয়া রোগের চিকিৎসা খরচ  কিরকম কি হবে এ বিষয়ে আমরা সবাই জানতে চাই।  হার্নিয়া হলো পেটের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন অঙ্গ এবার সেই অঙ্গের কোন অংশ ও পেটের কোন  পেশী  বা কোষকলার দেয়াল খেলে বেরিয়ে এলে তাকেই বলে হার্নিয়া। 

হার্নিয়া রোগে আক্রান্ত হলে প্রথমত তার পেটে ব্যথা হয়। আর যে কোন এক অংশের মাংস ভিতর থেকে বেড়ে যায়, আর তা শরীরের উপর থেকে বা চামড়ার উপর থেকে দেখা যায় যে। শরীরের যে কোন অঙ্গ ঝুলে পড়েছে। হার্নিয়ার রোগ যে কতটা কষ্টকর তাই একমাত্র হার্নিয়া রোগে আক্রান্ত রুগী বুঝতে পারে। 

হার্নিয়া যদি জটিল আকারে ধারণ করে তাহলে হার্নিয়া অপারেশন করতে হয়। তাই আজকে আমরা এই হার্নিয়া রোগের চিকিৎসা খরচ, ও হার্নিয়েরও কেন হয়, কি কারণ হার্নিয়া রোগে এসব বিষয় আরও বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। 

হার্নিয়া রোগের চিকিৎসা খরচ। 

হার্নিয়া রোগের চিকিৎসা,হার্নিয়া রোগের লক্ষণ,হার্নিয়া রোগের হোমিও চিকিৎসা,হার্নিয়া রোগের লক্ষণ ও প্রতিকার,হার্নিয়া রোগের ঘরোয়া চিকিৎসা,হার্নিয়া কি,হার্নিয়া,হার্নিয়া রোগ কি,হার্নিয়ার চিকিৎসা,হার্নিয়া অপারেশন,হার্নিয়ার লক্ষণ ও চিকিৎসা,হার্নিয়া রোগের চিকিৎসা খরচ,মেয়েদের হার্নিয়া রোগের লক্ষণ,হার্নিয়ার চিকিৎসা,ইনগুইনাল হার্নিয়া,হার্নিয়া,হানিয়া রোগের চিকিৎসা,হার্নিয়া অপারেশনের খরচ কত,হার্নিয়ার ডা,হার্নিয়া রোগের চিকিৎসা


হার্নিয়া রোগে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল বয়সী মানুষই এই রোগে আক্রান্ত হয়। হার্নিয়া হলে প্রচুর পেটে ব্যথা দেখা দেয়। এই পেটে ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। আর যারা প্রাথমিক অবস্থায় বুঝতে না পারে যে হার্নিয়া হয়েছে। তখন তাদের পেটের ভিতরে মাংসপিণ্ড খুব বেশি আকারে বেড়ে যায়। তখন তাদের অপারেশন করতে হয়।

হার্নিয়া রোগের চিকিৎসা খরচ  কি রকম কি এই বিষয় জেনে নিন-

#সরকারি হাসপাতাল-

হার্নিয়া রোগের জন্য যদি আপনি ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে আপনি যদি সরকারি ডাক্তার দেখান তাহলে আপনার চিকিৎসকের ভিজিট লাগবে না। আর সরকারি ভাবেই যদি আপনার হার্নিয়ার যত টেস্ট আছে পরীক্ষা-নিরীক্ষা সেগুলো যদি সরকারিভাবে করান তাহলে আপনার খরচ অনেক কম হবে। 

তবে এটা জেনে না রাখতে হবে যে। আপনি যদি সরকারি ভাবে সরকারি হসপিটাল থেকে যদি পরীক্ষা-নিরীক্ষা করেন। তাহলে আপনার টেস্টের রিপোর্ট পেতে অনেক দেরি লাগবে। তবে হার্নিয়া রোগের কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যেগুলো সরকারিভাবে করানো হয় না। সেগুলো আপনার বাইরে থেকে করে নিতে হবে। 

তবে স্বাভাবিক যদি হিসাব করতে যাই। যে হার্নিয়া রোগের সরকারি হসপিটালে হার্নিয়ার চিকিৎসা যদি টেস্ট করান তাহলে আপনার। মাত্র ৩ থেকে ৪ হাজার টাকার মত খরচ হতে পারে। 

#প্রাইভেট হসপিটাল ক্লিনিক-

আপনি যদি হার্নিয়ার চিকিৎসা প্রাইভেট ক্লিনিকে বা হসপিটালের চিকিৎসা করাতে চান তাহলে আপনার খরচ হবে বেশি। আপনি যদি প্রাইভেট হসপিটাল  ডাক্তার দেখান সেখানে আপনার ডাক্তারের ভিজিট দিতে হবে। আর এটা আমরা কম বেশি সবাই জানি যে প্রাইভেট হসপিটাল ও প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা ও টেস্টের খরচ  বেশি। 

তবে আপনি যদি প্রাইভেট হসপিটাল বা ক্লিনিকে হার্নিয়া রোগের চিকিৎসা নেন তাহলে আপনি অতি দ্রুত চিকিৎসা নিতে পারবেন। কারণ প্রাইভেট হসপিটাল ক্লিনিকে তারা রিপোর্ট খুব দ্রুত দিয়ে দেয়। আর রিপোর্ট দ্রুত পাওয়ার কারণে চিকিৎসক রোগীকে দ্রুত চিকিৎসা দিতে পারে। এর জন্য আপনার প্রাইভেট ক্লিনিকে ও হসপিটালে হার্নিয়া রোগের চিকিৎসা নিলে। প্রায় আপনার ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচ হতে পারে। 

তবে এখানে পরীক্ষা-নিরীক্ষার বিষয় কিছু কথা বলার আছে। তা হলো এই যে আপনি কোন বয়সের রোগী বা আপনার শরীরে অন্য কোন রোগ আছে কিনা সেই বিষয়ে ডাক্তার জানার জন্য আপনাকে আরো অতি প্রয়োজনীয় টেস্ট দিতে পারে। সেই টেস্টগুলো হতে পারে ব্যয়বহুল। 

তবে এটা যে সব  রোগীদের দেবে এমনটা না। এটা সম্পূর্ণ রোগীর শারীরিক কন্ডিশনার উপর ডিপেন্ড করবে। তা শারীরিক কন্ডিশন কিরকম কি পর্যায়ে আছে এটার উপর বিবেচনা করি ডাক্তার এই টেস্ট গুলো দেবে। তাই আমি এখানে সম্পূর্ণভাবে উল্লেখ করতে পারছি না যে। রোগীর চিকিৎসায় এক্সাক্টলি কত টাকা খরচ হবে। আশা করি হার্নিয়া রোগের চিকিৎসা খরচ বিষয় আপনাদেরকে আমি হয়তো মোটামুটি ধারণা দিতে পেরেছি। 


হার্নিয়া রোগের লক্ষণ। 

হার্নি রোগের লক্ষণগুলো নিম্নে সুন্দরভাবে উল্লেখ করা হলো-

হানিয়া রোগে আক্রান্ত হলে সাধারণত প্রাথমিক অবস্থায় যেসব উপসর্গগুলো আমরা দেখতে পাই আমাদের মাঝে সেগুলো হল। 

  • আপনার শরীরে প্রভাবিত এলাকা একটি দৃশ্যমান বিন্দুর মতো দেখা যাবে। 

  • হার্নিয়ায় আক্রান্ত স্থানের চারপাশে জালা বা ব্যথা হতে থাকবে। 

  • রোগীর পেটের যে কোনো একাংশ আস্তে আস্তে বেড়ে যাবে। আর মাংসসহ চামড়া ঝুলে পড়বে। আর সেখানে খুব ব্যথা হবে। 

  •  কুঁচকিতে ব্যথা ও অসহ্য অনুভব হয়। 

  • অণ্ডকোষের চারপাশে ফোলা ভাব ও ব্যথা হয়। 


#তবে সব হার্নিয়ার রোগীর যে উপসর্গ ও লক্ষণসমূহ যে এক হবে এরকমটা কিন্তু না। এমন অনেক হার্নিয়া রোগী আছে যাদের মাংসপিণ্ড ভিতর বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনো তা উপর দিয়ে দেখা যাচ্ছে না সেরকম ব্যথা অনুভব হচ্ছে না। হালকা হালকা ব্যাথা হয় যেটা ধরার মত নয়। তাই হার নিয়ে রোগীর আরো বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। 

হার্নিয়া রোগের হোমিও চিকিৎসা। 

হার্নিয়া রোগে হোমিও চিকিৎসা বিষয় যদি আমি বলতে যাই। তাহলে প্রথমত বলব যে এইটাই। আপনি যদি বুঝতে পারেন যে আপনি হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছেন তাহলে প্রথমেই এলোপতি এমবিবিএস চিকিৎসকের কাছে যাবেন। যারা হার্নিয়া স্পেশালিস্ট তাদের কাছে যাবেন। 

এই কারণে বলেছি যে। আপনি সত্যিই কি হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছেন কিনা। ও আপনার মাংসপিণ্ড কতদূর পর্যন্ত বেড়েছে। এবং হার্নিয়ার  ঝুঁকি কিরকম। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ সমস্ত বিষয় আপনার আগে শিওর হতে হবে। আপনি যদি দেখেন যে   আপনার হার্নিয়া   প্রাথমিক অবস্থায় রয়েছে। তাহলে আপনি একজন ভালো হোমিও চিকিৎসকের কাছে যেতে পারেন। 

অনেক সময় দেখা যায় যে এলোপতি এমবিবিএস চিকিৎসক যদি আপনাকে বলে যে আপনার হার্নিয়া অপারেশন লাগবে। তখন আমরা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যে থাকি। চেষ্টা করি যাতে অপারেশন ছাড়াই হার্নিয়া হোমিওপ্যাথি চিকিৎসায় আপনার হার্নিয়া কমে যায়। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। 

কারণ হার্নিয়া যদি আপনার অপারেশনের পর্যায় চলেই যায় তখন কোন ওষুধ সেবনের মাধ্যমে এটা কমার সম্ভাবনা মোটেই নেই। বরং আপনি যদি অপারেশন লাগবে এটা জানা সত্ত্বেও। অন্য সব চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে। 

হার্নিয়া যদি জটিল পর্যায় যে থাকে তাহলে আপনি এটা জেনে নিন আপনার অপারেশন অনিবার্য করতেই হবে। কারণ মাংস কিন্তু যখন বেড়ে যায় তখন ওটা ওষুধে টানার সম্ভাবনা থাকে না। আশা করি হার্নিয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে আপনাদের ধারণা দিতে পেরেছি। 

হার্নিয়া রোগের অপারেশন খরচ। 

# হার্নিয়া রোগের অপারেশন খরচ বিষয় নিজের সুন্দরভাবে উল্লেখ করা হলো-

#সরকারি হসপিটালে হার্নিয়া রোগের অপারেশনের খরচ। 

আপনি যদি সরকারি হসপিটালে হার্নিয়া নিয়ে অপারেশন করতে চান। তাহলে আপনার খরচ কম লাগবে। হার্নিয়া রোগীর টেস্ট সহ আরো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ, অপারেশন পর্যন্ত আপনার সরকারি হসপিটাল, ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মত। 

 #প্রাইভেট হসপিটাল ও ক্লিনিকে হার্নিয়া রোগের অপারেশনের খরচ। 

আপনি যদি প্রাইভেট হসপিটাল ও ক্লিনিকে আপনার অপারেশন করাতে চান। তাহলে সরকারি হসপিটালের থেকে তুলনামূলক অনেক বেশি খরচ হবে। হার্নিয়া অপারেশনের আগে যে পরীক্ষা-নিরীক্ষা আপনাকে দেওয়া হবে সেই থেকে শুরু করে হার্নিয়া অপারেশন পর্যন্ত, বেড ভাড়া সহ প্রায় আপনার খরচ হবে মিনিমাম ৪০ হাজার থেকে ৫০ হাজার এর মতো। এমনকি ক্লিনিকের ও প্রাইভেট হসপিটালের উপর ডিপেন্ড করেও এর থেকেও বেশি খরচ আপনার হতে পারে।

# প্রিয় পাঠক আশা করি আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে।  হার্নিয়া রোগের চিকিৎসা খরচ, সহ অপারগণ খরচ, হার্নিয়া রোগের লক্ষণসমূহ এসব বিষয় বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ-


 


إرسال تعليق (0)
أحدث أقدم