আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত || আদ দ্বীন হাসপাতাল সিজার খরচ

আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত ||  আদ দ্বীন হাসপাতাল সিজার খরচ বেসরকারি হাসপাতালে বা চেম্বারে কোন ডাক্তার অপারেশন করছেন সেটার ভিত্তিতে ও খরচ কম-বেশি হতে পারে। বর্তমানে সরকারি হাসপাতালে সিজারিয়ান সেকশন করতে আনুষঙ্গিক খরচ মিলিয়ে ২ থেকে ১২ হাজার টাকার মতো লাগতে পারে ( এটা হসপিটাল এর উপর নিরভর করে )। গড়ে ৭ হাজার টাকার মতো খরচ হয়। বেসরকারি হাসপাতালে সিজার করাতে সাধারণত ৩০ থেকে ৫০ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে( হসপিটাল বিশেষ) ।  তবে  সিজারিয়ান অপারেশনের জন্য বেসরকারি ক্লিনিকগুলোতে ৮-১৫ হাজার টাকা করে নেওয়া হয়।


আদ দ্বীন হাসপাতাল সিজার খরচ কত?


১০-১৫হাজার টাকায় সিজার   ( সময়ের সাথে পরিবর্তনশীল )

অযৌক্তিক সিজার এড়ানোর বিষয়ে আদ্-দ্বীনের হাসপাতালের ভূমিকা সর্বজনবিদিত। তবে সিজারের পর ব্যাপক খরচের অভিযোগও আছে কারও কারও। এর সত্যতা ও খরচ বাড়ার নেপথ্য কথা তুলে ধরে আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক, স্বাভাবিক সন্তান প্রসবের বিষয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় সচেষ্ট ও আন্তরিক। এ ব্যাপারে আদ্-দ্বীন সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত ||  আদ দ্বীন হাসপাতাল সিজার খরচ



আদ দ্বীন হাসপাতাল ডাক্তার তালিকা


অপ্রয়োজনীয় সিজার বন্ধে আমাদের সকল হাসপাতালে ব্যাপক চেষ্টা চলে। এমনকি প্রথমবার সিজারের ইতিহাস থাকলেও আমরা প্রসূতিকে স্বাভাবিক ডেলিভারির বিষয়ে উৎসাহিত করি। আদ্-দ্বীনে প্রায় প্রতিদিনই এ রকম ডেলিভারি হচ্ছে। প্রথমবার নানা কারণে সিজার ছাড়া সম্ভব হয় না। কিন্তু পরেরবার দেখা যায়, এ রকম জটিলতা নেই। এমন পরিস্থিতিতে আদ্-দ্বীনে স্বাভাবিক ডেলিভারি করা হয়। 


এতে মা ও শিশুর কোনো জটিলতা দেখা যায়নি। তবে এ ক্ষেত্রে রোগীকে ঘনিষ্ট পর্যাবেক্ষণ জরুরি। এতে দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকে না। আমাদের এখানে ওয়ান টু ওয়ান, অর্থাৎ একজন মায়ের জন্য একজন মিডওয়াইফ নিবেদিত থাকেন। তবে স্বাভাবিক ডেলিভারির সময় কোনো জটিলতা দেখা দিলে, সিজারের জন্য এক মুহূর্তও দেরি করা হবে না।

আদ দ্বীন হাসপাতাল যশোর ডাক্তারের তালিকা


হাসপাতালে ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্রথম সিজার হলে ১০ হাজার টাকা। এর মধ্যে ওটি, ওষুধ ও ডাক্তার কনসালটেন্সি যুক্ত আছে। কিন্তু উচ্চরক্তচাপ, ডায়াবেটিস কিংবা অন্যান্য জটিল কোনো সমস্যা থাকলে, কোনো রোগী হয় তো অতিরিক্ত কিছু খরচ হয়। এখানে ওয়ার্ডে রোগীদের বাড়তি কোনো খরচ করতে হয় না। কিন্তু অনেক রোগী কেবিন বেছে নেন। এজন্য খরচ গুণতে হয়। 


এখানে আসার সময় হয় তো এই চিন্তা করে আসেননি। কিন্তু হাসপাতালের পরিপাটি অবস্থা দেখে তারা কেবিনের বিষয়ে আগ্রহী হয়ে উঠেন। সেখানে আত্মীয়-স্বজনও যেতে পারেন। কিন্তু মহিলা ওয়ার্ডে পুরুষ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া অসুস্থ নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। সেখানে বড় একটি খরচ হয়ে যায়। 


প্রসূতি জটিল রোগী হলে তার বেলায়ও মোটা অংকের খরচ হয়ে যায়। কিন্তু বাচ্চার কোনো সমস্যা না থাকা ও মায়ের কোনো জটিলতা না থাকলে ১০-১২ হাজারের ওপরে খরচ হয় না। সুতরাং বাড়তি খরচের কোনো অভিযোগ আসলে বুঝতে হবে, তার অন্য কোনো সংকট ছিল।

অধিক সংখ্যক স্বাভাবিক ডেলিভারির বিষয়ে রোগীরাও অবগত উল্লেখ করে তিনি বলেন, এ কারণে এতো অধিক সংখ্যক রোগী এখানে আসেন। আদ্-দ্বীনের মগবাজার শাখায় গর্ভবতী সেবা কেন্দ্রে এন্টিনেটাল কেয়ার নিতে আসেন ৩-৪ শতাধিক গর্ভবতী মা। 

আদ দ্বীন শিশু হাসপাতাল যশোর


এতো অধিক সংখ্যক মায়ের আসার কারণ, তারা জানেন, আদ্-দ্বীন স্বাভাবিক ডেলিভারির বিষয়ে আন্তরিক ও সচেষ্ট। তাদের সঙ্গে আমাদের নিয়মিত টেলিকমিউনিকেশন আছে। তাদের কাছে এসএমএস পাঠানো হয়। চেকআপ ডেটের আগে, ডেলিভারির আগে যোগাযোগ হয়। কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে হাসপাতালে ডেলিভারির বিষয়ে উৎসাহিত করা হয়। বাসায় সন্তান প্রসবে নিরুৎসাহিত করা হয়।



কোনো প্রকার জটিলতা ছাড়া এখন থেকে এই হাসপাতালে যে কেউ চাইলেই ব্যথামুক্ত সন্তান প্রসবের সুযোগ গ্রহণ করতে পারবেন। হাসপাতালের লেবার ওয়ার্ডে সম্প্রতি নতুন এই সেবা চালু করা হয়েছে। নতুন এই সেবা পেয়ে রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা অত্যন্ত খুশি। সাফল্যে উচ্ছ্বসিত হাসপাতালের ডাক্তার নার্সরাও। এই সপ্তাহে তিনটি ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারি সফলভাবে সম্পন্ন করেছে আদ্-দ্বীন হাসপাতাল।

আদ দ্বীন শিশু হাসপাতাল যশোর



গর্ভবতী মায়েদের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নির্বিচারে সিজারিয়ান অপারেশনের অভিযোগ যখন অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে জোরালো, ঠিক তখনই ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে ব্যথামুক্ত নরমাল ডেলিভারির নতুন যুগের সূচনা হয়েছে। এমনিতেই আদ্-দ্বীনের পলিসিই হলো স্বাভাবিক ডেলিভারিকে উৎসাহিত করা। নতুন এই সেবায় ব্যাপক আগ্রহ দেখাচ্ছে গর্ভবতী মায়েরা। 

ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য বাচ্চা গর্ভধারণের পর থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা জরুরি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত চেকআপ, পরীক্ষা-নিরীক্ষা এবং গর্ভের বাচ্চার অবস্থান লক্ষ করবেন। যদি সব কিছুু স্বাভাবিক থাকে তাহলে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্ভব।


আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত?



বেডের জন্য


সাধারণ বেডে ৭ দিন পর্যন্ত থাকা যাবে বিনা খরচে। প্রতিদিন নন এসি পেয়িং বেডের জন্য দিতে হবে ২৫০ টাকা, এসি বেডের জন্য ২৫০-৫২৫ টাকা, নন এসি কেবিনের জন্য ৬৫০ এবং এসি কেবিনের জন্য প্রতিদিন ভাড়া দিতে হবে ৮৫০ টাকা।


 
 ক্রঃ নং                  সেবার বিবরণ    সেবামূল্য            (টাকা)
 01  রেজিস্ট্রেশন ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ফিস (প্রতিবার)  ২০০.টাকা
 02  ভর্তি ফিস  ১০০০ টাকা
 03  পেয়িং বেড (প্রতিদিন) এসি  ৭০০ টাকা
 04  কেবিন (প্রতিদিন) নন-এসি/এসি  ১,৮৫০-২,৪০০ টাকা
 05   এক্সিকিউটিভ কেবিন (প্রতিদিন)  ৩,৮০০-৪,৮০০ টাকা
     


এছাড়াও বিভিন্ন ধরনের অপরেমন বা চিকিৎসার জন্য আদ দ্বীন গাসপাতালের খরচের একটি চাট বা লিস্ট আপনাদের সুবিদার জন্য নিম্নে দেওয়া হলো। 




 
ক্রঃ নং                            সেবার বিবরণ      সেবামূল্য (টাকা)
       হাার্নিয়া হাইড্রোসিল   ১৩,৫০০
       রেকটাল পলিপ ৮,২০০
     পারফোরেশন ১৩,০০০
      ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন (বড় বাচ্চা) ১৬,৫০০
     ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন (নবজাতক) ২১,৫০০
      হার্সপ্রাংস অপারেশন ২৩,০০০
     এক্সিশন অফ মাইলোসিল স্যাক ১৮,০০০
      কলোস্টমি ১৫,০০০
     ভেন্ট্রাল হার্নিয়া/এ্যানোপাস্টি ১৪,২০০
১০      ইমপারফোরেটেড এ্যানাস (ইন্টারমিডিয়েট/হাই) ১৪,০০০
১১      শিশুদের অ্যাপেন্দিসক্টমি ১৪,০০০
১২       বার্স্ট অ্যাপেন্ডিক্স ১৫,৫০০
১৩     পাইলোরিক স্টেনোসিস (ইনফ্যানটাইল) ১৭,০০০
১৪      আম্বিলিকান হার্নিয়া ১৩,৫০০
১৫      কোলেডোকাল সিস্ট ২২,৫০০
১৬      কোলিসিস্টেকটোমি ২২,৫০০
১৭      খতনা (জি/এ, শিশু সার্জন) অবজারভেশন ৬,৫০০
১৮      খাতনা (অবশ করে, শিশু সার্জন) ৫,৫০০
১৯       খাতনা রি-ভিশন ৯,০০০
২০       হাইপোস্পেডিয়াস  

 

আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত


21. আনডিসেনডেড টেসটিস ১৪,৫০০
22. টরসন টেস্টিস ১৪,৫০০
23. পেনাইল টরসন ১৩,০০০
24. এক্সট্রাফি ব্লাডার ২২,৫০০
25. হেয়ার লিপ (এক পাশে) ১১,৮০০
26. হেয়ার লিপ (দুই পাশে) ১২,৫০০
27. ক্লেফট প্যালেট ১২,৫০০
28. ডারময়েড সিস্ট ১২,০০০
29. থাইরোগ্লোসাল সিস্ট ১৬,৫০০
30. ব্রংকিয়াল সিস্ট ১৭,০০০
31. প্রি-অরিকুলার সাইনাস ১১,৫০০-১২,০০০
32. অ্যাবসেস (জি/এ) ৬,৫০০
33. অ্যাবসেস (অবশ ছাড়া) ৪,৮০০
34. আম্বিলিকাল গ্রানুলোমা ৪,৮০০
35. ল্যাবিয়াল অ্যাডহেসন ৪,৮০০
36. টাং টাই ৯,৮০০
37. পপি ড্যাকটাইলি (দুই পাশে) ৭,০০০
38. মিউকোসিল সিস্ট ৮,০০০
39. ফরেন বডি (জি/এ) ৫,৫০০
40 ফরেন বডি (জি/এ) ৫,৫০০ ৫,৫০০


আদ-দ্বীন হাসপাতাল জুরাইন ঢাকা


 
41    ফরেন বডি (এল/এ) ৫,৫০০
42     রিভিশন অফ সারকামসিশন (জি/এ) ৯,০০০
43     রেক্টাল পলিপ এক্সামিনেশন ৫,৪০০-৭,৬০০
44    পেরিয়েনাল ফিস্টুলা ১৫,০০০
45    আম্বিলিকাল গ্রানুলোমা-ল্যাপারেটমি ১৪,০০০
46.    হেমানজিওমা-জিএ ১৭,০০০
47.   এনাল ডায়লাটেশন ১০,২০০
48.    Scar Contracture G/A ১১,৫০০-১৬,৫০০
49.     Rectal Biopsy ১০,০০০
50.    নেইল এভারশন জি/এ ৯,০০০
51.    নেইল এভারশন এল/এ ৮,০০০
52.    গ্যাংলিওন এক্সিশন জি/এ ১০,০০০
53.    গ্যাংলিওন এক্সিশন এল/এ ১০,০০০
54.    Ranula Excision L/A ১১,৫০০
55.    কসমেটিক সেলাই ১,০০০
56.    ভর্তি রোগীদের খাবার বিনামূল্যে
57.    ইনডোর কনসালটেশন বিনামূল্যে

 আদ দ্বীন শিশু হাসপাতাল যশোর





558V+WQ8, ডিসির বাংলো, যশোর

24 ঘন্টা খোলা

ad-din.org
ওয়েবসাইট খুলুন
ওয়েবসাইট অনুলিপি করুন

0421-67893

আদ দ্বীন হাসপাতাল ডাক্তার তালিকা



 আদ দ্বীন হাসপাতাল সকলের নাগালের মধ্যে মানসম্মত সেবা প্রদানকরেন।
তারা নিজেদের লাভের কথা না ভেবে শুদু মাত্র রোগীদের সেবা করার জন্য নামে মাত্র ফি নিয়ে রোগীদের সেবা দিয়ে থকেন।

আদ-দ্বীন ফাউন্ডেশন 1980 সালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রথমে যশোরে এতিমখানা নির্মাণের মর্ধ্যে দিয়ে শুরু করেন। আদ দ্বীন আজ তাদের প্রকল্প অনেকাংশে বৃদ্বি করেছেন, সেই সাথে সাধারন জণগনের উন্নয়ে কাজ করে যাচ্ছে।

আদ দ্বীন আজ তাদের প্রকল্প গুলি দেশের বিভিন্ন অচ্ঞলে সম্প্রসারন করেছেন। যেমনঃ ঢাকা, কেরানীগঞ্জ, যশোর, কুষ্টিয়া, খুলনা, পোস্তগোলা হাসপাতাল; ঢাকা, যশোর, কেরানীগঞ্জ ও খুলনায় মেডিকেল কলেজ; ঢাকায় নার্সিং কলেজ, ঢাকা, যশোর ও কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউট এবং যশোরে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও যেসকল সেবা মুলক প্রতিষ্ঠান রয়েছে মোবাইল আই ক্লিনিক, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রকল্প, প্রসূতি, ফিস্টুলার প্রতিরোধ ও মেরামত, একটি প্লাস প্রকল্প, এবং স্বাস্থ্য বীমা, সহ সমন্বিত স্বাস্থ্য ও ক্ষুদ্রঋণ কর্মসূচি ।

যে সকল চিকিৎসক আদ দ্বীন হাসপাতালে কর্মরত রয়েছে, তারা রোগীদের সাথে বন্ধুসুলভ আচরনের মার্ধ্যেমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।


আদ দ্বীন হাসপাতাল সিজার খরচ কত?

১০-১৫হাজার টাকায় সিজার ( সময়ের সাথে পরিবর্তনশীল ) অযৌক্তিক সিজার এড়ানোর বিষয়ে আদ্-দ্বীনের হাসপাতালের ভূমিকা সর্বজনবিদিত। তবে সিজারের পর ব্যাপক খরচের অভিযোগও আছে কারও কারও। এর সত্যতা ও খরচ বাড়ার নেপথ্য কথা তুলে ধরে আদ্-দ্বীন হাসপাতালসমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক, স্বাভাবিক সন্তান প্রসবের বিষয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় সচেষ্ট ও আন্তরিক। এ ব্যাপারে আদ্-দ্বীন সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আদ দ্বীন হাসপাতালের কেবিন ভাড়া কত?

সাধারণ বেডে ৭ দিন পর্যন্ত থাকা যাবে বিনা খরচে। প্রতিদিন নন এসি পেয়িং বেডের জন্য দিতে হবে ২৫০ টাকা, এসি বেডের জন্য ২৫০-৫২৫ টাকা, নন এসি কেবিনের জন্য ৬৫০ এবং এসি কেবিনের জন্য প্রতিদিন ভাড়া দিতে হবে ৮৫০ টাকা।

আদ দ্বীন হাসপাতাল ডাক্তার তালিকা?

আদ-দ্বীন ফাউন্ডেশন 1980 সালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রথমে যশোরে এতিমখানা নির্মাণের মর্ধ্যে দিয়ে শুরু করেন। আদ দ্বীন আজ তাদের প্রকল্প অনেকাংশে বৃদ্বি করেছেন, সেই সাথে সাধারন জণগনের উন্নয়ে কাজ করে যাচ্ছে।

إرسال تعليق (0)
أحدث أقدم