ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভর্তি যোগ্যতা-IHT & MATS Admission

IHT and mats admission circular বা প্যারামেডিকেল ভর্তির যোগ্যতা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। প্যারামেডিকেল কি এবং কেন এই কোর্সে ভর্তি হওয়া উচিত এ সম্পর্কে আমরা অনেকেই জানিনা প্যারামেডিকেল মূলত বিভিন্ন হসপিটালের ডাক্তারের সহযোগী হিসেবে যোগদান পাওয়া একজন মেডিকেল টেকনোলজিস্ট সহজ কথায় আমরা যদি উদাহরণ হিসেব ব্যবহার করি চক্ষু হাসপাতালে আমরা একজন ডাক্তার দেখতে পাই তখন ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা তাদের কাছ থেকে চোখের পরীক্ষা করিয়ে নেই তাদেরকে বলা হয় প্যারামেডিকেল বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট।


 ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভর্তি যোগ্যতা

ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট ভর্তির জন্য কিছু যোগ্যতা অর্জন করতে হয় আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই এস এস সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম 2.50 জিপিএ থাকতে হবে। 

এছাড়া ও লেবেল বা বিদেশ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ২ হাজার টাকার পে অর্ডার জমা দেন করতে হবে এবং নির্দিষ্ট পরিচালক অর্থাৎ শিক্ষা পরিচালক বরাবর বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সনদ নিয়ে এবং আইডি কোড সংগ্রহ করে সেই আইডি কোড সহ অনলাইনে আবেদন করতে হবে। 

ম্যাটস ভর্তির যোগ্যতা

আবেদনকারী শিক্ষার্থীকে ২০২০ থেকে ২৪ সালের মধ্যে এসএসসি বা সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ভর্তি হবে এবং নূন্যতম ২.০ জিবিএ থাকতে হবে এছাড়াও ম্যাটস ভর্তির জন্য ও লেভেল বা বিদেশ ফেরত শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকার পে অর্ডার রমাদান করে শিক্ষা পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং এর অফিসিয়াল সরকারি ওয়েবসাইট বরাবর অনলাইনে আবেদন করতে হবে। 

আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার ফি

আইএইচটি বা ম্যাটস পরীক্ষার ভর্তি ফি ৭০০ টাকা এটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে

আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার মানবন্টন | প্যারামেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন

এখানে বিষয় ভিত্তিক অনুসারে নাম্বারের বন্টন প্রণালী দেয়া হলো:

  • Bengali:-15 marks
  • English:-15 marks
  • Chemistry:-15 marks
  • Mathematics:-15 marks
  • Physics:-15 marks
  • Biology:-15 marks
  • General Knowledge:-15 marks
এই 100 নম্বর ছাড়াও জিপিএর উপর মার্কস থাকবে।
জিপিএ হতে প্রাপ্ত নম্বর:-GPA*20
মোট নম্বর=লিখিত পরীক্ষার নম্বর+GPA*20

প্যারামেডিকেল ভর্তি আবেদন | IHT admission apply

আই এইচ ডি বা ম্যাটস ভর্তির আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার তা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে আপলোড করতে হবে অনলাইনে স্বাক্ষর আপলোড করতে হবে এছাড়াও বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পোস্ট থানা জেলা সহ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটোকপির স্ক্যান কপি  প্রদান করতে হবে। 


إرسال تعليق (0)
أحدث أقدم